তুমি আমার আঁধার ঘরের একটাই চাঁদ ছিলে!
একটু ভুলে হারিয়ে গেলে লক্ষ তারার ভিড়ে।
তাই কি আমি হলাম ভবঘুরে?

সব পাখি ঘরে ফেরে,
নীড়হারা আমি ঘুরি পথে পথে।
যতই দূরে ঠেলো আমায় তুমি,
মনে রেখো যতদিন আছি এ ভুবনে,
থাকবো তোমারই কাছাকাছি!
তোমার ছায়াপথেই যে আমার বিচরণ,
কী করে ছুটবো বলো দুপ্রান্তে দুজন?

তোমাকে নিয়ে বাঁধবো সুখের গান,
জাগবো আমার রাত্রি!
জনম জনম তোমাকে খুঁজে চলবো,
মিলনের আশায় অবিরাম বিরহকে সহে যাবো।

তোমার ফেরার পথে–
মনের মণিদ্বীপ জ্বেলে রাখব!
অমাবস্যার দীর্ঘ রজনীতে–
ফিরবে কি কভু চাঁদ?
পোহাবে কি কভু আমার আঁধারের রাত!