Site icon Shaili Tv

কৃষ্ণপক্ষের কোনো দাবি নেই / বনশ্রী বড়ুয়া

প্রকাণ্ড নীলিমার চোখের কার্নিশে ঝুল জমে
ব্যথার কান্নারা খুব চাইছে তুমি নামের বৃষ্টি নামাতে-

অনুশোচনার ছলে ঠিকানাবিহীন কত শত কষ্ট মেঘমালা নাম নিয়ে বুকের গভীরে গুমরে কাঁদে।

পয়মন্ত দুপুর কী জানে গোপনে এ কীসের ছায়া?
গুমোট অভিমান সেও কী ফিরে যাবে সমুদ্রের জলে?

শরীরের পচন স্বাভাবিক, সত্য
মাংসের মন্দির বেদী ছুঁয়ে যে আরতি তোমার
সে কেবলি ছল!
মিছে!

গোধূলির গিলে খাওয়া রবির কিরণ কেন পারে না
আলোর যত ক্লান্তি ধুয়ে দিতে?
উন্মাতাল রাজপথের সমস্ত কোলাহল
কেন আজও শ্মশান ডেকে আনে?

কৃষ্ণপক্ষের কোনো দাবি নেই তবু-
মৌন উৎসবে রঙ মাখিয়ে
ফিরে এসো একবার, ফিরে এসো।

Exit mobile version