আমাদের বাড়ি ছোট্ট মেঠোপথে
মিশে আছে কত স্মৃতি,
এপথ আমাকে কাছে টেনে বলে
এসো করি সম্প্রীতি।

ও পথে হেঁটেছি শৈশবে ঠিক
শুরু হয় ছেলেবেলা,
কতে আনন্দে ভরে দিত যেন
হাজারো রকম খেলা।

ও পথে হেঁটেছি রেখেছি এঁকেছি
কতো যে গল্পকথা,
দেখেছিও পথে হাঁটতে চলতে
স্বপ্নের স্বাধীনতা ।

মনে লেগে থাকে মার্বেল আর
হারানো আধুলি-সিকি,
এ শহরে আসি সব ছেড়ে তার
পাই নাকো ঝিকিমিকি।

লেখাপড়া করি দূরের শহরে
লাগে যে কেমন তর,
বড় হতে হবে তাই ছাড়ি গ্রাম
কেন যে হতে হয় বড় ?