১.তোমারই পথ হবো

আমূল ভাসিয়েছে
আবেগের বেগ।
চাঁদের আলো এসে গ্রাস করেছে
জমজমাট মেঘ।
আলোর ঝর্নাধারা বা সোনালি কিরণ;
যা-ই দেখেছি;
রঙিন খোলসে মোড়ানো এক হৃদয়-পতন।
করি না– হারানো সেই পথের সন্ধান!
তোমারই পথ হবো আমি।
তুমি তো হয়েই আছো
আমার অতীত-ভোলানো সুজন!

২. বাঁচিয়ে রাখার কেউ!

বেঁচে থেকেও অকপটে আঁকা যায় মৃত্যুর ছবি!
জীবনের পট থেকে নিয়ে কিছু রঙ;
তুলি টেনে এঁকে নিলে জীবনক্যানভাসে-
কারো মনে উঠতে পারে উন্মাতাল ঢেউ!
কাউকে আবার বাঁচিয়ে রাখে অন্য কেউ!

মৃত্যুহীন মৃত্যতে সব চলে-
এভাবেই এগিয়ে চলে জীবনের স্বরলিপি,
বর্ণিল পথচলা, করুণ কান্নার গান,
স্মৃতিকথা, মান-অভিমান,
দুঃখসুখের উপাখ্যান।
জীবন আসলে এমনই!
বাইরে থেকে মসৃণ যতটা;
ভেতরে কিন্তু ততটা নয়,
ঢেঁকিছাঁটা চালের মতো
ক্ষতগুলো অক্ষত রয়!