ঘুমাও প্রিয় কবি
(শামসুর রাহমানকে)

ওড়ে না প্রজাপতি ভুলেছে সুর-গতি
মনের বনে বনে নেমেছে দুর্গতি!
থমকে আছে ওই আকাশে কালো মেঘ
বাতাস ভারি হয় ছড়ায় উদ্বেগ!
থেমেছে কলরব অন্য অনুভব
এখানে নিঃসীম নীলিমা কী নীরব!

মাথায় করে ভর স্মৃতির রাঙা খড়
রেখেছি লিখে আমি সোনালি অক্ষর
যে তুমি পাখি ছিলে যে তুমি ছিলে ফুল
যে তুমি ঢেউ ছিলে-অচেনা নদী-কূল।
সেজেছো প্রজাপতি কখনো ভীমরুল
ওড়ালে মন-রথ, ওড়ালে সাদা চুল।

তুমি তো উড়িয়েছো পতাকা পত্ পত্
দেখালে আলোকিত স্বপ্নে ঘেরা পথ।
হারালো সব সুখ লুকালে প্রিয় মুখ
এখন তুমি নেই, পাথরে বাঁধি বুক।
তোমারই সম্মান ছুঁয়েছে আসমান
তোমাকে নিয়ে হয় কবিতা-ছড়া-গান।
তোমারই সব কথা পেয়েছে স্বাধীনতা
তুমিই পেলে আজ স্বর্গ-অমরতা।

মায়ের কোলে-বুকে আদরে আর সুখে
ঘুমাও প্রিয় কবি, শান্তি চোখে-মুখে।
ঘুমায় বাড়ি-ঘর ঘুমায় চরাচর
ঘুমাও ভালোবাসা, ঘুমাও সুন্দর।