আর কিছু নক্ষত্র’র পতন হলেই
পুরোপুরি বাটপারে ছেয়ে যাবে দেশ
মুখ থেকে খসে পড়বে মুখোশ
শুরু হবে বীভৎস নখদন্তযুক্তের উল্লাস
দৃশ্যমান হবে সমস্ত অশরীরি।

অন্ধকারের কাছে হার মানবে, আলো
অজ্ঞতার কাছে জ্ঞান
জোরের কাছে যুক্তি
হিংস্রতার কাছে মায়া
রুক্ষতার কাছে কোমল।

আর কোনো সুদিনের অপেক্ষা নেই
নেই শুভযোগ, নেই মঙ্গলধ্বনি
কোনো প্রতীক্ষা নেই, অভিযোগও নেই
করাতের উপর দাঁড়ানো জীবন বড়ো অসহায়।

অশুভ’র কাছে শুভ’র
নতজানু জীবন দেখার আগেই
যদি চলে যেতে পারি
আহা! চলে যেতে পারি।