চাঁদ উঠেছে দিঘির মাঝে
থই থই থই জলে
ডুব দিয়ে মা চাঁদে যাবো
তুমি সাথি হলে।
জলের সাথে করছে খেলা
বন্ধু দুজন মিলে
আনলে তাকে আর দেবো না
যেতে আকাশ নীলে।
আমিও তার বন্ধু হবো
দেখবে তুমি চেয়ে
দূর আকাশে কেন যাবো
কাছেই তাকে পেয়ে?
বলছে মা তার ‘ভাবনাটা তোর
পুরোই অশ্বডিম্ব
জলের মাঝে চাঁদ দেখেছিস
সেটা প্রতিবিম্ব।’