Site icon Shaili Tv

জাবির সোনা

জাবির সোনা ডাকতে জানে
মধুর সুরে “আম্মা”,
কখনো বা আদর করে
ডাকে “মাম্মা, মাম্মা!”

বাবাকে সে ডাকতে থাকে
“বাপ্পা, বাপ্পা, বাপ্পা!”
আপুকেও ডাকতে জানে
“আপ্পা, আপ্পা, আপ্পা!”

চেয়ার-মোড়া ঠেলতে জানে,
এসব হলো গাড়ি,
নানা রকম দুষ্টুমিতে
মনটাকে নেয় কাড়ি।

উঠতে জানে নামতে জানে
সোফা কিংবা খাটে,
বালিশ নিয়ে খেলতে জানে
ঘরের মেঝে-মাঠে।

খেলনা ফেলে খেলতে থাকে
নানা জিনিস নিয়ে,
খাতা-কলম হাঁড়ি-পাতিল
যা পাবে তা দিয়ে।

Exit mobile version