Site icon Shaili Tv

জেনে যাওয়া / শামীম ফাতেমা মুন্নী

ছক বাঁধা বহমান সময়ের কাছ থেকে
ছোট্টবেলার স্কুল পালানোর মত করেই
ছুটি নিয়ে সন্তর্পণে সন্তরণ প্রকৃতির নির্যাসে
বুক ভরা নিঃশ্বাসে মায়ার সৌরভ ছড়িয়ে কখনো …..।

বয়ে যাওয়া বাতাস ভালোবাসার কথা বলে
নিবিড় বিশ্বাসে তার ছোঁয়ায় জড়ানোর ছলে।
আঁচলের ছায়ায় সন্ধ্যা নামে ধীর লয়ে
সুগভীর আস্থায় দৃষ্টি হারায় দূর বহুদূরের দিগন্তরেখায়
নীরব নৈঃশব্দ্যের নীল কথোপকথনে ……।

সময়কে আলিঙ্গন করেই জীবনের সংজ্ঞা জেনে যাওয়া
ইচ্ছে-অনিচ্ছের বাহুডোরে সমর্পিত হয়েই মেনে নেওয়া —
হার-জিতের জীবনে হেরে যাওয়া বলতে কিছু নেই আসলে
সময়ের কাছ থেকে কখনো শিখেছি, কখনো বা জিতেছি।

সম্পর্কের কাছে ও কখনো শিখেছি, কখনো জিতেছি
কখনো বা শিখিয়েছি নিটোল স্বতঃস্ফূর্ততায়,
জিতিয়ে দিয়েছি নিশ্চুপ হাসির কারুকাজে
সময় আর সম্পর্ককে ধারণ করার ঐশ্বর্যময়তায়।
নতুন করেই বারবার জেনে গেছি –
হেরে যাওয়া বলতে কিছু নেই আসলেই।

অতলান্ত কৃতজ্ঞতায় হার না মানা হার শব্দটি তাই
মুছে গেছে কখন যেন এই অভিধান থেকে অজান্তেই।

কেননা আমি শিখেছি কেবল, জিতেছি কেবলি
বহুরূপী জীবনের ভূমিকা হয়ে, উপসংহার লিখবো বলে।

Exit mobile version