আজ ভরা পূর্ণিমা, অবাক জোছনা আমায় ডাকে ,
আকাশে বাতাসে বাজে রিমঝিম, মায়াবী কাহিনী ভাসে।
বাকুম বাকুম কেন ডাকে পায়রা? কী কষ্টে?
ডানা ঝাপটায়, শুধু বলতে চায়, কেন সৃষ্টে?
বিশ্ব চরাচর নিশ্চুপ, মৃত্যু যন্ত্রণা শোনা যায়,
কে যেনো বলেছিলো, নদীর মতোন বয়ে যায়।
জোছনায় ভিজবো বলে বাড়িয়েছি পা ঘাটের পানে,
চেয়ে দেখি সেখানে আগুন লেগেছে কোন এক জীবনে।
সব শেষ সব শেষ, শেষ জীবনের স্পন্দন ,
ভালোবাসি মেঘ, নদী, আকাশ, জোছনার ক্রন্দন ।