নীল শাড়িতে সিঁদুর ফোঁটায়
টোল পরা ওই গালে
রক্তিম মুখ কাজল চোখ
হাটো নাচের তালে।
তোমার ছোঁয়ায় হর হামেশা
বাগানে ফুল ফোটে
কষ্টতেও হাসি ফোটে
অধর রাঙা ঠোঁটে।
যুগল ভ্রুতে টানা টানা ঢেউ
বাঁ গালে ঐ তিল
যুবক পাগল হয় তোমাতে
মন হয় ঝিলমিল।
নীল শাড়িতে সিঁদুর ফোঁটায়
টোল পরা ওই গালে
রক্তিম মুখ কাজল চোখ
হাটো নাচের তালে।
তোমার ছোঁয়ায় হর হামেশা
বাগানে ফুল ফোটে
কষ্টতেও হাসি ফোটে
অধর রাঙা ঠোঁটে।
যুগল ভ্রুতে টানা টানা ঢেউ
বাঁ গালে ঐ তিল
যুবক পাগল হয় তোমাতে
মন হয় ঝিলমিল।