Site icon Shaili Tv

ঠোঁটে তৃঞ্চা থাকুক / রাশেদ রউফ

কখনো নদীর মতো তোমার সাগরে নামি
কখনো ভাসতে চাই পালতোলা নৌকা হয়ে
কখনো ডুবতে চাই মুক্তো বা ঝিনুকের খোঁজে
তাকিয়ে তাকিয়ে তুমি দেখো অপার বিস্ময়ে।

দুজনে সাঁতার জানি, দুজনে গভীরে যাই
ক্লান্ত শ্রান্ত হই প্রাপ্তির অমোঘ আনন্দে
কষ্ট বা যা’ই হোক পাড়ি দিয়ে দুরন্ত নদী
আকাশ সাগরে মিশে নতুন মায়াবী ছন্দে।

মনে হয় শুয়ে আছি অবিমিশ্র দেহ প্রাণ
মনে হয় ভেসে আসে মিলনের চিরায়ত গান
মনে হয় ঝিলিক মারে কপালে রোদ্দুর
মনে হয় সৃজনে মিলনে জাগে হৃদয়পুর।

আমার যা কিছু সব জেনো তোমার তোমার
অতৃপ্তি নয় আর নয় কোনো দীর্ঘশ্বাস
ঠোঁটে তৃঞ্চা থাকুক, বুকে জাগুক অনন্ত আশা
ভোরের সুখের মতো চাই অনাবিল ভালোবাসা।

Exit mobile version