তুমি আছো থাকবে আমার হয়ে
যুগ যুগান্তর!
এমনিই তো কথা ছিল!
দুজন এঁকে যাবো দুজনের গল্পকথা লিখবো কাব্যগ্রন্থ,
কবিতার ছন্দে
তোমার হৃদয়ের আকুলতা
অনুভব করে আমিও বলবো
ক্ষণিক এ জীবনের ব্যাকুলতা
অবশেষে বিষণ্ণ দুপুর শেষে ক্লান্ত বিকেলে আমরা হারিয়ে যাবো
কৃষ্ণচূড়ার ডালে ডালে
যেথায় ফুটেছে থোকা থোকা রক্ত লাল
অজস্র ফুল!
আকাশের রং আজ এত ধূসর কেন?
কেন আষাঢ়ের এই ক্লান্ত বিকেলে
অঝোর ধারায় বৃষ্টি নেমে
আমার দুঃখ এবং কষ্টগুলো
জলধারার স্রোতে একাকার হয়ে
দূর-দূরান্তে হারিয়ে যায় না?
কেন আমার আজও মনে হয়
তুমি চিরকাল এভাবেই আমার পাশে থাকবে!
নীরবে সইবে আমার খুঁনসুটি আর নিত্যদিনের অজানা কথাগুলো,
কেন আমার ভাবনার রাজ্যে এমন
ঝড় আসে আর তুমি হারিয়ে যাও?
জবাব দিতে পারবে আমার সব কেনর ?
নিশ্চয়ই নয়
যদি নাই বা দিলে আমার প্রশ্নের জবাব
তবে কেন আমার আমার হৃদয়ে বেলিফুলের সুভাষ ছড়িয়ে দিলে?
কেনইবা আমায় কৃষ্ণচূড়ার রঙে রাঙালে?
আমি তো চাইনি এতো ভালোবাসা?
আমার চাওয়া এবং পাওয়া ছিল কেবলি তোমার অস্তিত্ব!
তোমার উপস্থিতি!এবং স্পর্শ!
তাই আমি নিজেই আজ
হার-মানা-হার পরেছি
সয়েছি আমার যাতনা যত।