Site icon Shaili Tv

তুমি আমি, আমি তুমি / মর্জিনা আখতার

তুমি আমি, আমি তুমি
এই মধুর সঙ্গীত অবিরাম কে যে বাজায়,
খুঁজে ফিরি তাকে চতুর্দিক, কিন্তু কাউকে দেখিনা তো,
তবু ধন্য হয় মনোভূমি।

কতো কি বিষয় মিষ্টি তাল লয়ে
ঢুকে যায়, হৃদয়ের তানপুরাটায়।

জানো সবই তোমার জন্য,
নয়তো আমার জন্য।

আমরা যখন সবুজ বনে হাঁটি,
পাখিরা আমাদের অন্তরটাকে করে নেয় ঘাঁটি।
কখনো খুনসুটি, কখনো জড়াজড়ি,
কখনো মধুর শিসে নাড়িয়ে দেয় ভেতরটা।
তুমি পাশে না থাকলে ওরা এতো উদ্দীপ্ত হতো না,
হৃদয় উঠোনে এসে ধান খেতো না,
বেদনায় মুখ ঘুরিয়ে নিতো।

তেমনি আমি ও যখন তোমার হাত ধরে কাশবন ঘেঁষে হাঁটি,
ওরা মাথা নুয়ে অভিবাদন জানায়
আকাশের মেঘেরা চলার সাথী হয়,
সাগরের ঢেউ আনন্দে আছড়ে পড়ে তীরে,
শেষ বিকেলের সূর্যটাও উঁকি দিয়ে দেখে
আমাদের চোখের তারায় অন্য এক নীলিমা।
কখনো কখনো লুকোচুরি খেলে রামধনুর সাত রঙ,
ছুঁয়ে যায় আমাদের হৃদয়ের একোণ ওকোণ।

অজান্তেই দু’টি মন, দু’টি আঁখি
গভীর বিশ্বাসে, তপ্ত নিঃশ্বাসে
এক হয়ে যায়, আমরা হারিয়ে যাই, অন্য এক পৃথিবীতে।

এরই মধ্যে সকলেই জেনে যায়
আমাদের ভালবাসার কথা
তর্ক বিতর্কের উর্ধে উঠে
মহাকাব্য হয়ে যাই আমরা।

ভালবাসার উত্তাল নদীতে
সাঁতার কেটে কেটে ক্রমশ তলিয়ে যেতে থাকি আমরা দু’জনেই
তুমি আমি, আমি তুমি ।

Exit mobile version