আজ যত্ন করে নীল রঙের শাড়িটা পরেছি।
তুমি আসবে বলে
হাতে নীল রেশমি চুড়ি,
কপোলে নীল টিপ পরেছি
তুমি আসবে বলে,
অস্থির পায়ে পায়চারি করছি
দক্ষিণের বারান্দা জুড়ে
তুমি আসবে বলে।
চোখে নীলাভ স্বপ্ন বুনছি
আকাশের বিশালতায় হারিয়ে যাব বলে,
অনুভব করছ তো?
আমি জানি,
তুমিও একই ভাবনার অতলে ডুবেছ
আমার কাছে আসবে বলে।
কতকাল পড়ে মুখোমুখি হবো দুজনে
বেশ চটফট করছি মনের গহীনে,
আমার যদি খুব ভুল না হয়
তবে তুমি ও খানিকটা প্রফুল্ল মনে মনে
আমার কাছে আসবে বলে।
কালের বিবর্তনে আজ সবকিছু
নেই আর আগের মতো,
তবু্ও মনটা ভালোলাগায় ছুঁয়ে আছে
তুমি আসবে বলে।
একটিবার তুমি দেখতে চেয়েছ
জানিনা হঠাৎ কেন এমন চাওয়া তোমার,
আমি তো কত শত মূহূর্ত অপেক্ষা করে আছি
তুমি আসবে বলে।
জীবনের কত বাঁক
কিছু তার পূর্ণতা পায়
কিছু হারিয়ে যায় অবহেলায়।
হয়তো সবার জীবনে বসন্ত স্থায়ী নয়
হয়তো মেনে নেওয়া মানিয়ে নেওয়ায়
বয়ে যায় কারো কারো জীবনকাব্য।
আমিও কি তবে সেই হারিয়ে যাওয়ার দলে?
কি জানি আজ অতশত ভাবতে চাই না
মনটা আজ আটকে আছে
ষোলো কিংবা ঊনিশে,
কেমন যেন উড়ে চলছি
প্রজাপতির ডানায় ভর করে
রঙিন ফুলে ফুলে
তুমি আসবে বলে।