তুমি বলেছিলে _
এসো একদিন ,
সবুজ শ্যামল ও নীপবনে,
তোমার লাল শাড়িটি পরে।
আকাশ থেকে হলুদ টিপটি এনে
আমি পরিয়ে দিব তোমার কপালে।
আমি এসেছিলাম সেদিন,
সন্ধ্যা তারার আলোতে।
পূরবীর রাগিনীর
বিষাদের সুর ছড়িয়ে!
খুঁজে ও ছিলাম তোমাকে
সহস্র কোলাহলের ভিড়ে
যেভাবে খুঁজে ফিরি অহর্নিশি,
আমি তোমাকে!
সমস্ত কোলাহল পূর্ণ জায়গাতে!
কিন্তু তুমি তো ছিলে না
তখন সেখানে !
আমার ধরিত্রীকে রাঙাতে।
তোমার শান্ত স্নিগ্ধ শুভ্র আলোতে!
তুমি ছিলে অভিমানের সুউচ্চ পাহাড়ের চূড়াতে!
দেখো, পশ্চিম আকাশে হেলান দিয়ে_
হলুদ টিপটি কিন্তু তখন ও
ছিল তোমার জন্য সুতীব্র অপেক্ষাতে!
বসুন্ধরায় সমস্ত বিষাদের আবির ছড়িয়ে!