বিস্ময়কর সময়ের হাত ধরে চলছি যেন
আগুনের সিঁড়ি বেয়ে।
মানুষের পৃথিবীতে পেয়েছি তোমায়
তৃষিত স্বর্গের আলোয়।
তুমিই থাকবে আমার বা আমাদের সোনার সিঁড়ির
উপকথা হয়ে, মেঘের মিনার সরাতে।
তুমি ভালো থাকলে
মন যেন ছুঁয়ে থাকে
সুশীতল-পাতালের জল;
তুমিই যে একমাত্র আমার পৃথিবীর মায়া কাজল।