Site icon Shaili Tv

তোমাকে ছেড়ে / মিতা দাশ

তোমার সাথে বলবো না কথা,
যতবারই ভেবেছি আমি,
ততবারই কষ্ট জমেছে মনে।

তোমাকে ছেড়ে যাব দূরে
যতবার বলতে গেছি,
ততবারই জল এসেছে চোখের কোণে।

তোমার সাথে হবে না দেখা,
আর কোনো দিন ঠিক করেছি,
তখনই আমার মন কেঁদেছে।

তোমায় নিয়ে স্বপ্ন দেখা,
সুখগুলো সব একে একে,
টুকরো হয়ে ভেঙে পড়েছে।

তোমার লেখা গানগুলোতে,
এখন আমার সুরগুলো সব
এলোমেলো হয়ে গেছে।

সারা দিন রাত তোমায় ছাড়া,
থাকতে হবে জেনে, এখন
ছন্দ ছাড়া জীবন হয়েছে।

পথ চলতে তোমায় ভেবে,
পথ হারিয়েছি বারে বারে,
খুব আনমনা হয়ে।

তোমায় নিয়ে দেখা স্বপ্ন,
সবগুলো আজ
দুঃস্বপ্ন হয়ে গেছে।

একা চলতে হবে আমায়,
এটা ভেবে ভেবেই, এখন
দিনগুলোতে যেন আঁধার নেমেছে।

তোমাকে ছাড়া নতুন করে,
জীবন সাজাতে এখন আমার,
সবথেকে বেশি মন খারাপ হচ্ছে।

তুমি থাকবে না আমার জীবনে
এই সত্যি কথাটা এখন ভাবতে গিয়ে,
হৃদয় আমার ফেটে যাচ্ছে।

তবুও সত্যি মানতে হবে,
তুমি আর থাকবে না পাশে,
এটাই এখন মানতে হবে।

Exit mobile version