Site icon Shaili Tv

দুরন্তপনা / লিপি বড়ুয়া

বয়স বাড়ছে বাড়ুক
মন থাকুক ষোলো কিংবা ঊনিশে।
হাসির ঢেউ আঁচড়ে পড়ুক
ঠোঁটের কোণে।
দুরন্তপনায় মেতে উঠি
বসন্ত রঙিন নীড়ে।

এইতো জীবন, এই তো মাধুরী
অধর ছুঁয়েছে সুখের সুনীল রাত।
আলো আঁধারের গায়ে
রাত্রির নিস্তব্ধতায় খুঁজি তারে।
কী পেলাম কী হারালাম
এমন হিসেব নাইবা হোক।

প্রজাপতি মন উড়ে বেড়ায়
বর্ণিল রঙে রাঙা ফুলে ফুলে,
আনমনা মন ছুঁটে যায়
শ্যামল মায়ার আদরে।
এমনি করে কাটাই প্রহর
স্বপ্নের দুয়ার খুলে।

মুঠো ভরে কুড়িয়েছি জোছনা
গন্ধ বিলায় সুবাসিত হাসনাহেনা,
আজ হারাবার নেই যে মানা
তাই ক্লান্তিবিহীন ছুটে চলা।
যেখানে ইচ্ছে মেলব ডানা
ছুঁতে চাই দূর নীলিমার সীমানা।

Exit mobile version