ধূর্ত মহাকাল চলে দুঃস্বপ্নের মরুদাহ জ্বেলে
মানুষে মানুষে তবু বিরামহীন প্রতিযোগিতা
দখলদারত্বের নেশায় উর্ধ্বমুখী কতিপয়
বাসনার দীপ জ্বালে সর্বগ্রাসী ইতর সত্তায়
ব্যাধিগ্রস্ত মানুষেরা দিশেহারা ঐশ্বর্য বিলাসে
লোভের পসরা নিয়ে ছুটে যায় জীবনের লরি।

কখনো কখনো মনে হয়, ঝড় হোক ঝড় হোক
আকাশ পৃথিবী জুড়ে শুরু হোক প্রচণ্ড তাণ্ডব
উড়িয়ে তাড়িয়ে নিয়ে যাক অনাহার ক্ষুধাভয়
আঁধারে উঠুক নেয়ে বহুতল কুৎসিত শহর
পথের দুপাশে ছেয়ে যাক বৃক্ষফল ও পল্লবে
কৃষ্ণচূড়া বাবলা হিজলতমালে পারিজাত বৃক্ষে,
জনমনে, বেজে উঠুক স্বদেশআত্মার সংগীত।

কই আর হয়! কিছুই হয় না, চেয়ে চেয়ে দেখি
স্নায়ুর জঞ্জালে দ্রুত বেড়ে ওঠে গ্লানির পাহাড়
শূন্যজয়ী শীর্ণদেহী কর্মহীন ক্ষুধার্ত মানুষ
চোখে চন্দ্রমায়া জ্বেলে রাতভর ঘুমহীন সাধে
আনন্দের সুতীক্ষ্ণ সুরবাহার রঙিন ফানুস।

কি হবে ওদের, এই সীমাহীন শূন্যতাই ওদের গন্তব্য
জীবনের অনুপম রাগে বেদনারা পুলকিত অহরহ
সুতীব্র সঙ্গম লিপ্সা নয়, ঠোঁটে অন্তহীন ভাগাড়ের ক্ষুধা
বিকলাঙ্গ সময়ের রথে পল পল করে সূর্য পরিক্রমা।
———————————