Site icon Shaili Tv

নতুন সংগীত / রাশেদ রউফ

 

আমিও তোমার বুকে সমুদ্রের একটি ঢেউ জমা রেখেছিলাম
তোমার ওষ্ঠে জমা রেখেছিলাম বাতাসের সুতীব্র কম্পন

আমার চুম্বনে কেঁপে উঠেছিল বিশ্বভুবন
তারপর বোধের শরীর বেয়ে
থেকে থেকে নেমে আসে জমে থাকা জল।
কষ্টহীন ঘরহীন ঘরে
অস্ফুট গোঙানিতে সৃষ্টি হয় আদিম কল্লোল।

সুউচ্চ পাহাড় বেয়ে সংগীতের ধ্বনি তুলে আয়ত্ত করি সাম্রাজ্য
গভীর সমুদ্রে নেমে বিমুগ্ধ সৃষ্টির বলয়ে সাঁতার কাটি তৃষ্ণার্ত শরীরে।

আহা আনন্দ, আহা প্রশান্তি!

শরীর বলো- অন্তরাত্মা বলো- লিপিবদ্ধ করি দর্শন গণিত
নিজের অজান্তে এভাবে সৃষ্টি হয় নতুন সংগীত।

Exit mobile version