এখন আর অপেক্ষা করিনা তোমার জন্যে
অভিমানগুলো জমে জমে নিঃশব্দে কাঁদছে !
অপেক্ষা করতে করতে ক্লান্ত প্রাণ আজ
অভিমানের বোঝা বইতে চাই না আর।
এই নিয়ে চলছে কেবলই
নিজের সাথে নিজের তুমুল মতান্তর।
কেন এমন স্বার্থপর হয়ে কাছে এসেছিলে?
কেন এত ভালোবাসার অভিনয়ে ভুলিয়েছিলে?
সত্যি ভীষণ কষ্ট হয় যখন ভাবি,
এই তোমাকেই আমি এতটা বিশ্বাস করেছি।
নিজের উপর প্রচন্ড ঘেন্না হয়,
তোমার জন্য কেন এত বদনাম সয়েছি,
হায় পোড়া মন তবুও ভাবে, যদি পাল্টে যেতে
যদি আবার বিশ্বাসে ফিরতে পারতে,
আমি আজো কৃষ্ণ চূড়ার ফাঁকে ফাঁকে
এক চিলতে রোদের ঝলকানি দেখি আর ভাবি হায়!
আমার জীবনে কি এমন করে একটু মিষ্টি রোদ খেলা করবে না?
যদি খেলা করে তবে কবে কখন?
আমি আর জীবনের দামে ভালোবাসা চাই না
আমি চাই নিঃসঙ্গতাকে সঙ্গী করে পথ চলতে।
হোক একা থাকা তবুও তো হবে ভালো থাকা
তোমার নষ্ট মনের কষ্ট আর আমাকে আহত করেনা,
শুধু করুণা অনুশোচনা হয় আজো
মানুষ চিনতে কেন এতটা করেছি ভুল?
একা ও থাকা যায় বেশ নিজের মতো করে,
যদিও কষ্টগুলো আজো বোবা কান্নায় ভেঙ্গে পড়ে
নিজের জন্য বাঁচি নিজের উপর ভর করে।
অবুঝ মনের সবুজ স্বপ্নগুলো ফেরারী সুখের মতো
পালিয়ে বেড়ায় সন্তপর্ণে।
আমি বাঁচব তোমার আঘাতের জবাব দিতে
আমি তোমার মুখোমুখি একদিন দাঁড়াব
সব কষ্টের হিসেব নিকেশ করতে।
মনে মনে হয়তো খুশিতে আত্মহারা হয়েছ
আমাকে হারিয়ে দিয়েছ ভেবে।
একদিন তোমার সব ধারণা ভেঙে চুরমার হবে
মাথা উঁচু করে আমার ঘুরে দাঁড়ানো দেখে।
আমি নিশ্চিত সেসিন হবে তোমার চরম অপমান
অট্টহাসিতে ফেটে পড়বে আমার সমস্ত অভিমান।।