Site icon Shaili Tv

নীলে ভিজেছে মনপল্লব / লিপি বড়ুয়া

এই শোনো, আজ নীলের গল্প বলি
তুমি বলেছ, আমি নীল রঙে স্নিগ্ধময়ী,
রঙধনুর সাতরঙে হয়েছে নীলের ঠাঁই
আমি নীলের মাঝে হারাতে চাই।
নীল শাড়ি আজ জড়িয়েছি গায়
পরিনি কিন্তু নীল রঙা টিপ
তবুও তুমি ভেবে নিও
আমার কপাল জুড়ে আছে নীল তিলক।

আচ্ছা বলতো, আমার অধর রাঙাব কোন রঙে?
সেখানে তো নীল রঙ বেমানান,
যাই হোক, আজ তোমার চোখ জুড়ে
প্রচণ্ড মুগ্ধতা থাকুক নীলে
কল্পনায় স্বপ্নের জাল বুনে।
ইস্ হাতে নীল চুড়ি তাও তো পরা হয়নি
শুধু নীল কাব্যে সুর তুলেছে অন্তর ধ্বনি ।

আজ নীল গল্পে আকাশের নীলকে
ছুঁতে চাই নীলকন্ঠ পাখি হয়ে।

তুমি বলেছ, নীল রঙা শাড়িতে আমাকে
নীল আকাশের ভাঁজে উড়ন্ত পাখির মতো লাগছে,
জানি, এমনটা শুনে লজ্জায় হয় লাল হওয়ার কথা
কিন্তু আমি হলাম লজ্জা রাঙা নীলাম্বরি,
আমি যে আজ নীলের সাথে করেছি মিতালি
নীলেই না হয় ভরে উঠুক প্রেমাঞ্জলি ।

শান্ত নীলে ভিজেছে মনপল্লব
তোমার মনের ঘরে আজ নীলের বসত,
নীল জোছনার ছায়া নেমে আসুক পৃথিবীর পরে
নীল আলো মায়া ছড়াক আমাদের চারপাশে।
প্রিয় নীল দুজনের হৃদ্যতা করে তুলুক আরো বর্ণিল
এই গল্পে আমাদের আকাশে আজ দৃঢ়তার নীল।।

Exit mobile version