Site icon Shaili Tv

নেছার আহমদ : বুকে যার ‘বঙ্গবন্ধু’ ও ‘মুক্তিযুদ্ধ’ / রাশেদ রউফ

নেছার আহমদ। গবেষণাধর্মী কাজ করে যাচ্ছেন নিরন্তর। চট্টগ্রামের প্রয়াত মনীষীদের জীবনী সংগ্রহ করে একের পর এক গ্রন্থ উপহার দিলেও বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ নিয়ে রয়েছে তাঁর অনেক কাজ। শহীদ পরিবারের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধের ওপর লেখালেখি মিশে আছে তাঁর রক্তের সঙ্গে; দেশ ও জাতির প্রতি তাঁর রয়েছে দায়বোধ। এককভাবে অনেক বই লিখেছেন এই বিষয় নিয়ে। বলা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চাই নেছার আহমদকে আলাদা করে চিহ্নিত করার অবকাশ তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই চট্টগ্রামে তিনি উপহার দিয়েছেন ‘জাতির পিতা’ নামে অনন্যসাধারণ সংকলন। ‘সপরিবারে বঙ্গবন্ধু’ নেছার আহমদের শ্রমলব্ধ আরেকটি বড় কাজ। এ গ্রন্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছেন তিনি। গ্রন্থভুক্ত নানা লেখায় মূল্যায়ন করার চেষ্টা হয়েছে তাঁদের অপরিসীম ও অবিস্মরণীয় ভূমিকা। গ্রন্থটি বঙ্গবন্ধু বিষয়ক একটি আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে। ইতোপূর্বে প্রকাশ করেছেন ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’, ‘মুক্তিযুদ্ধের নায়কেরা ও প্রাসঙ্গিক দৃষ্টিপাত’, ‘শহীদ বুদ্ধিজীবীদের গল্প’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, বিশ শ্রেষ্ঠ বাঙালি, ‘অন্তহীন শোকের নদী শেখ রাসেল’ প্রভৃতি। এছাড়া ওপার বাংলার খ্যাতনামা পাবলিকেশন ‘ভিরাসত আর্ট পাবলিকেশন’ থেকে প্রকাশিত হয়েছে ‘চট্টগ্রামের কৃতী পুরুষ’ গ্রন্থের ইংরেজি সংস্করণ ‘দি লুমিনারিস অব চট্টগ্রাম’।
নেছার আহমদের জন্ম ৩১ ডিসেম্বর।

Exit mobile version