সবাই যখন ঘুমের গুহায়, আমিও থাকি চুপ-
হঠাৎ ঘরে ঠিকরে পড়ে জোছনা অপরূপ।
আলোর মেলায় প্রজাপতি খেলায় ওঠে মেতে-
চাদর বিছায় ডাহুক দোয়েল সবার আদর পেতে।
ছুটে আসে জুঁই জোনাকি, ফড়িঙ ও গাঙচিল-
আকাশ থেকে ঝরে পড়ে টুকরো টুকরো নীল।
আসর জমায় নীল পদ্ম, ঘাসফুল কাশফুল-
হাসনাহেনা চম্পা বেলী মল্লিকা শিমুল।
ঘর যেন নয়, ফুলপাখিদের মায়াবী বাগান,-
সেই বাগানে হঠাৎ ঢোকেন শিল্পী হাশেম খান।
তিনি তোলেন ক্যানভাসে তাঁর তুলি ও রঙের ঝড়-
দুপুর রাতে পরির নূপুর অলৌকিক আসর!
বাকুম বাকুম শ্বেত কবুতর
আমিই শুনি আনন্দ স্বর
আমিই শুনি জনশূন্য রাতের কলতান,
নীরবতার ছন্দ আনে অন্তরঙ্গ গান।
জ্যোৎস্নাধারায় ফুটতে থাকে রুপোলি কুসুম-
কষ্ট হয়ে ঝরে পড়ে, যখন ভাঙে ঘুম।
ঝর্নাজলের ধারার মতো গড়িয়ে যায় রাত-
বুকের মধ্যে দুখের নদী, ধারালো করাত।
[ছবি : সরওয়ার আরমান]