বাঙালি জাতির ঐতিহ্যের ধারায়
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ আসে
নতুন স্বপ্ন নতুন আশার ডালি সাজিয়ে
বাঙালির প্রাণের বারতা নিয়ে।

মঙ্গল শোভাযাত্রায় করি মঙ্গলের আহবান
সম্প্রীতির বন্ধনে হয় নগরভ্রমণ।
বছর ঘুরে নতুন বছর আসে বাঙালির ঘরে
মিলি সবাই প্রাণের উৎসবে লাল পলাশের রঙে।

উৎসবে আয়োজনে হয় বর্ষবিদায় বর্ষবরণ
চৈত্রের বিদায়ে বাঙালির ঘরে রান্না হয় পাঁচন,
নববর্ষে পানতা ইলিশ আর শুঁকনো মরিচে
হয় সকালের আনন্দভোজন।

পুরাতন বছরের সকল না পাওয়া ভুলে
এগিয়ে যাই নতুন বছরে শুভ্র নির্মলে,
শুভেচ্ছা শুভকামনা জানাই সবার জয়মঙ্গলে
জীবন ভরে উঠুক আনন্দ আর সাফল্যে।