আজও লেখা হয়ে ওঠেনি;
কাঙ্ক্ষিত সেই কবিতাখানি!
ভাবনারা শুধু পিছু টানে,
জোর দেয় হাতছানি!
জীবনের জটিলতাগুলো সরিয়ে দিতে পারলো না বলে–
বাড়ন্ত গাছের মতো বুকে পুষে রাখা
ভালোবাসা বেড়ে উঠলো না।
প্রেমিক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে–
ভালোবাসার বীজ পেতে–
চারপাশ করছিলো কানাকানি।
এইতো সেদিন– মনে হলো
ভালোবাসবো কী?
পৃথিবীর তাবৎ ভুলে ভরা ‘
এই আমি’ যেন!
পারিনি আমি, কিছুই পারিনি!
তোমার মতো করে ভালোবাসতে পারিনি।
শুনেছো কি কখনও তুমি;
ভালোবাসতে না পারার কষ্টধ্বনি;
যা কেবল বেজে চলে নিরন্তর বুকের ভেতর!