দুপাশে সবুজের গাঢ় হাতছানি
ছাড়িয়ে বনভূমি চড়াই উতরাই
পিচঢালা সর্পিল আঁকাবাকা পথ
ছুটে চলা মন অরণ্য বন বনান্তে
ঐশ্বর্যে ভরা বৈচিত্র পাহাড়ের ঢালে
পাখির সুরেলা গান বন থেকে বনে
চেঙ্গি নদীর বাঁকেবাঁকে কাব্য তরঙ্গ
রোদেলা দুপুরে চুড়া থেকে দিগন্তে
বউ কথা কও সুর তোলে সন্ধ্যারাগে
ঝুপ করে রাত্রি নামে লাল স্বর্ণ মেঘে
আঁধারে ঢাকে বনানী নিবিড় নিঝুম
নিরবতা ভাঙ্গে ঝিঁঝি অবিশ্রান্ত ডাকে
ভোরের কাঁচা রোদ আলতো ছোঁয়ায়
গহীন অরণ্যে বটবৃক্ষ জলের মায়ায়
আকাশ মেঘ গাছের শাখায় লুকোচুরি
অপরূপ সবুজের সমারোহ জয় জয়ন্তী