Site icon Shaili Tv

পূজারীর মন / কল্যাণ বড়ুয়া

পূজারী!
অহরহ মন্দিরে তোমার পদধুলি।
মন্দিরে পুজা দাও, ফুল তুলো।
মনটাকে সুন্দর করার অনিন্দ্য প্রচেষ্টায় আত্ননিবেদিত।

যে তোমাকে পাওয়ার পূজায় নিবেদিত,
তাকে করো অবহেলা, দৃষ্টির আড়ালে
রেখে পাশ কেটে যাও অবলীলায়।

একবার দেখো তাকে, শোনো তার হৃদয়ের কান্না,
মনের না বলা সব কথা।
যে শুধু তোমার পূজায় মগ্ন,
যার সময় কাটে সারাটা দিন তোমার পছন্দের ফুলের বাগানে,
পরিচর্যায় নিয়োজিত।
তোমার দৃষ্টি কি একবারও পড়ে না ?
এড়িয়ে চলার মাঝে তোমার এতো আনন্দ,
যেথায় থাকে পেয়ে হারানোর ভয় !
বুঝতে পারো কি?

মনের মন্দির তৈরী করো আগে,
যেথানে পাবে তোমার সঠিক পথের
ঠিকানা।
পূজা দাও সেখানে, তবেই তো সত্বর
পৌঁছাতে পারবে সেই মানুষটার কাছে।
চিনতে পারবে, যে তোমার অপেক্ষায়
অনাগতকাল।

Exit mobile version