আকাশের বুকে মেঘ রোদ্দুর খেলা
সাগর জলে সফেদ ফেনা,
পাখিরা উড়ে যায় আবার ফিরে নীড়ে!
জীবন বাঁচাতে প্রতি প্রাণ সংগ্রামে নড়ে,
সন্ধ্যা নামতেই প্রতি প্রাণের ব্যস্ততার ইতি টানা ।
দিন শেষে আসে রাত
কখনো কখনো আলোতে ভাসে আকাশ!
পূর্ণিমা ছুঁয়ে যায় হৃদয় দুয়ার,
হাত বাড়াতেই মুঠো ভরে যায় আলোয়,
মুঠো খুললেই সে পালায়!
সে হৃদয়ে জড়িয়ে থেকে আনন্দে ভাসায় ।
আঁধার রাত শোকের আকাশ
বাতাসে হাহাকার !
আকাশের আলো আঁধারী আর প্রাণের আনন্দ ও বেদনা সাদৃশ্যে একাকার।
মরুভূমির সিথানে হাসে যে চাঁদ,
আমার সিথানেও হাসে!
একটি সূর্য ও একটি চাঁদের আলো আধারীতে প্রতি প্রাণের জন্ম মৃত্যু !
তাতে জীবনের খেলাঘর শোক ও আনন্দের নৌকায় ভাসে ।
যতক্ষণ ক্ষয় নাই জীবনের
ততক্ষণ ছুঁটে যায় প্রতি প্রাণ স্বপ্ন নিয়ে জোড়া চোখে !
আকাশ ও মাটির মাঝখানে স্বর্গ নরক বিরাজ করে
সুন্দর এই বসুন্ধরার বুকে ।