সমুদ্রের পাশে দাঁড়িয়ে নদী।
অনেকক্ষণ। নিশ্চল, নিশ্চুপ।
সমুদ্রের সাথে নদীর গভীর সম্পর্ক।
তাইতো সমুদ্রের ডাকে বার বার ফিরে আসে নদী।
ঢেউগুলো তীরে এসে লাগছে।
নদীর পা গুলো ভিজিয়ে দিচ্ছে বার বার।
এ নদীর অন্যরকম ভালো লাগা।
আকাশে কালো মেঘ। ঝিরি ঝিরি বাতাসে
এলোমেলো চুল। অদ্ভুত এক মাদকতায়
স্থির নদী। বাতাসের গতিতে হৃদয়ে তোলপাড়।
মনের কোণে জমে থাকা মেঘগুলো কান্নায়
ভেসে যায় সমুদ্রে।
প্রিয়জনকে খোঁজে ফিরে বার বার।
হারানোর ব্যথায় ক্ষত বিক্ষত নদী।
তাকিয়ে আছে দূর নীলিমায়।
সমুদ্রে হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরে পাবার
অদম্য নেশায় মেতে ওঠা নদী
অপলক দৃষ্টিতে তাকিয়ে।
সম্মুখে সীমাহীন জলরাশি।
নদী ভাবে,
সমুদ্রের ঠিকানাই হবে হয়তো তার
শেষ ঠিকানা।