প্রিয়তম,
তুমি আমার উজ্জ্বলতম উদ্ধার
অমৃতের দিব্য দেবতারে –
অমৃতেরে করি প্রণাম।

প্রিয়তম,
ছড়াও তুমি আমার জীবনে –
স্নিগ্ধকর হাওয়ার পরশ, তৃপ্তিহীন আত্মার গহনে
গন্ধ ঢালো চিরন্তনতার ।

প্রিয়তম,
শ্বাশ্বত সৌরভমাখা হাওয়ায় সুগন্ধি ছড়াও

অতি সংগোপনে,
নিশি পাওয়া ধুপদানি জ্বলে তোমার আশ্বাসে রাত্রি ভরে ।

প্রিয়তম,
তুমি কবি, আমারে রচনা করতে বাড়ালে হাত।
তোমার অম্লেয় প্রেম ,আমি কেমনে সহ্য করি !
আমি তো স্তব্ধতার বিনয় শিখিনি,
আমার দুর্বল বুক দুরু দুরু ওঠে কেঁপে,
প্রিয়তম, আমার অন্তরে তুমি অসীম ।

প্রিয়তম,
তোমার ভালোবাসা আমার আনন্দ,
অমৃতের দিব্য দেবতারে
করি প্রণাম!