বাজছে ঘন্টা তব প্রীতির মেলবন্ধনে
ডাকছে নবীন
ডাকছে প্রবীণ
আয় তোরা আয়
দেখে যা সব মুছে জীর্ণ জ্বরা
যাক চলে ভেসে যাক বর্ষ বরণে আনন্দ বাদল দিনে
ধুয়ে মুছে সব খরা

বৈসাবি শাখার বিশাখার আলো মন ভরে নিয়ে ঘুচাও অন্ধকার
কালো ঘুচিয়ে
সকল অমানিশা
পাঠাও রৌদ্র দাহ
চিত্ত করি স্নান মঙ্গল আলোতে শুচি অমঙ্গল ক্লেদ প্রাণ

নব জাগরণে হিল্লোলে আসুক প্রীতির রীতি গোটা বিশ্বময়
বৈষম্য ভুলে ভেদাভেদ সরে থাক দূরে
তোমাতে আমাতে হোক সম্প্রীতি সূর্য উঠা নতুন ভোরে
চলা পথে হোক মেল বন্ধন সুন্দরের মাঝেই হোক বসবাস
উর্ধ্বে গগণে উড়ে যাক অসীমের পথে
সকল পোড়া গন্ধ সমীরণ নিঃশ্বাসে!!