আমি তোমার কবিতা,
তোমার মনগহীনের সুরবীণা।
তুমি আমার কবিতার প্রেরণা,
আমার কাব্যবীজের প্রকাশভূমি।
কাব্য জগতের পাতায় ধন্য তুমি,
কালের চিত্র এঁকে চলেছ শাণিত কলম ধরি!
আপন আলোয় তুমি অর্চিষ্মান,
কুসুমমাল্যে পূজনীয় প্রজ্ঞান!
আমি কবিতাকে ভালোবাসি,
হৃদয়গহীনে আদুরে অনুভবে কাব্যকে ধারণ করি।
তুমি আমার অমূল্য এক উপহার,
কাব্যবীজে তোমাকেই নমি শতবার!
জানি, হৃদয়ের চেয়ে বড় কিছু আর
এ জগতে নাই!
সেখানে যদি পেলাম ঠাঁই,
হাঁটবোনা বহুদূর—
আরো কিছু পাবার আশায়!
তুমি আমার না বলা কথার
অনন্য এক গল্প!
তোমার মতো বন্ধু পেয়ে
জীবন আমার ধন্য!
স্বাধীন আমি!
মুক্ত তুমি!
কোনো আদুরে আয়োজনে নইকো আমি,
নেই যে তোমার আর কোনো দায়!
প্রেরণা হয়ে আসবে শুধু—
আমার কাব্য-পাতায়!!