আমি ঈশ্বরী নই, দেবীও নই
আমি প্রেমময় মানবী
আমাকে জাগিয়ে তোলে ভরা বর্ষার কদমের ডাল,
আমাকে রাঙিয়ে দেয় কৃষ্ণচুড়ার লাল।

আমি যুবতী নই, বৃদ্ধাও নই
কাঙ্ক্ষিত কোনো প্রেয়সী
অদম্য বাসনায় আজো প্রেমতৃষা জাগে
মনের গহীন কোণে,
তোমাকে হারিয়ে তোমাকেই গড়ি
বিরহ যাতনায়,প্রকৃতির নীরবতায়।

শূন্যতায় পূর্ণতা খুঁজি
ষাটোর্ধ্ব প্রেমিক যুগলের নির্ভরতায়।

আমি নির্জীব নই, আড়ষ্টও নই
আমি সর্বংসহা মানসী
নতুনের কেতন উড়াই,পাপাচারে ভৈরবী
স্রষ্টার গুণ গাই, ভ্রষ্টের সুনামি
আমি নীলকণ্ঠী, আমিই মায়াবতী
এ বিশ্বের আমি জাগতিক নারী।