মনে পড়ে যায় স্মৃতির পাতায়
ফেলে আসা শৈশব,
ফিরিয়ে দাও শৈশবের ফেরি
ফিরিয়ে দাও আমার স্বর্ণালী শৈশব।
পায়ে মল দিয়ে ঘুরে বেড়াবো
স্নিগ্ধ শীতল ফুরফুরে চৈতালী হাওয়াতে,
বৈশাখী খর রোদে
কানামাছি খেলতে গিয়ে
লুকিয়ে পড়বো কোনো এক খড়ের গাদায়।
ফিরিয়ে দাও আমার চঞ্চল শৈশব
সাঁতরে যাবো শ্যাওলা ভরা ডোবায়,
তুলে নেবো একগাছি পদ্ম।
ঘুরবো এপাড়া ওপাড়া
খেলার সাথি নিয়ে খেলবো সারাবেলা।
ফিরিয়ে দাও আমার স্বাধীন শৈশব
ইচ্ছে মত বৃষ্টিতে ভিজে ভিজে
জ্বরে কাতরাবো,
পড়ার সময় বায়না ধরবো
লিখতে গিয়ে দাঁতে পেন্সিল ভাঙবো।
দাওনা ফিরিয়ে এমন একটি শৈশব
দাদুর মুখে শুনবো……
“এক যে ছিল রাজা, এক যে ছিল রাণী”
বাবার মুখে শুনবো……
“পড়েছ মামণি ? ”
মায়ের মুখে শুনবো…..
“এটুকু ভাত খেয়ে নাও সোনামণি”