Site icon Shaili Tv

ফিরে এসো / লিপি বড়ুয়া

দুরন্ত ট্রেনের যাত্রী তুমি
প্লাটফর্মে দাঁড়িয়ে আমি
শুধু নীরবে হাত নাড়ছি
চোখ ছলছল আঁখিতে।
তুমি ট্রেন থেকে মুখ উঁচিয়ে
বোবা দৃষ্টিতে চেয়ে।
দৃশ্যটা যতবার মনে পড়ছে
বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে।
জানি বন্ধুর পথ পাড়ি দিয়ে
এগিয়ে যেতে হবে তোমাকে।

হঠাৎ বেজে উঠল আবীরের সেলফোন
হ্যালো বলতেই কান্নাভেজা কন্ঠ,
তুমি ঠিক ফিরবে তো?
এই কি বলো অনিন্দিতা?
আমি কিন্তু পরের স্টেশনে নেমে যাব।
অনিন্দিতার উৎকন্ঠিত উত্তর
না না এমনটা করো না!
তুমি ফিরে এসো
স্বপ্নজয়ী হ’য়ে।

আনমনে আবীর বিড়বিড় করে
কোন অজানা স্বপ্নের দিকে পা বাড়াচ্ছি
চেনা শহরের চেনাজানা পথ ভুলে?
অনিন্দিতা তোমাকে পাওয়ার জন্য
এই আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।
কথা দিয়েছি তোমাকে
আমি জয়ী হয়ে ফিরব তোমার কাছে।

চুলে বিলি কাটছে আবীর
অস্থির অসহ্য মনে হচ্ছে সব
নিজেকে বেশ অসহায় লাগছে।
এমন করে দূরে যেতে চাই নি
তোমাকে ছেড়ে,
ভাগ্যের নির্মমতা আজ আমাকে
তাড়িয়ে বেড়াচ্ছে এখানে-সেখানে।
আশাবাদী আমি তোমার স্বপ্ন পূরণে
শত বাধা পেরিয়ে জয় করব তোমাকে।

Exit mobile version