উদাস দুপুর
ভাতঘুম দিতে বিছানায় উঠতেই ফেরিওয়ালার ডাক
দুপুর আলসেমি ছেড়ে জানালায় উঁকি দিয়ে দেখলাম।
ফেরিওয়ালা উপর মুখ করে বলছে
রঙবেরঙের চু্ড়ি আছে চুড়ি… অনেক সস্তা!

আনমনে ভাবলাম কতটা সস্তা!

কারও বিশ্বাস থেকে ঐ চুড়ির মূল্য কি কিঞ্চিত বেশি নয়?

তবে ঐ ঘুনেধরা বিশ্বাসের বিনিময়ে চুড়িগুলোই হোক না আমার!

সফেদ মেঝেতে টুকরো টুকরো লাল
চুড়িগুলো হৃদয়েরই রক্তক্ষরণ।

ফেরিওয়ালা তুমি কি রঙবেরঙের মনও বিক্রি করো?