Site icon Shaili Tv

বাউল মন / লিপি বড়ুয়া

এক মুঠো আলো ঝলমলে বিকেল আর
ভালোলাগার স্নিগ্ধ সন্ধ্যাটুকু
স্মৃতির পাতায় তোলা থাকুক সোনালী আবরণে।
শব্দেরা মেতে উঠুক কলমের আঁচড়ে
কবিতার পংক্তিমালায় ।

দিনের আলো কমে যাওয়ার পর
রেখে যায় কিছু ভালো লাগা রোদ্দুর,
রাত্রির গায়ে জোনাকি আলোর মতোই
আকাশের তারা ভরা রাতের মায়াবী প্রেমে
মন হারানো যায় ততদূর ।

পূর্ণিমার আলোকিত চাঁদের আলোয়
চারিদিকে যেন হয়েছে নিসর্গ রচনা,
মন খুঁজে একাকী সময়ের যবনিকা
সঙ্গী হলো গভীর নিশুতি রাতের নিস্তব্ধতা
মনে দোলা দিয়ে যায় পেছনের ইতিকথা ।

জীবন যেন এক অদ্ভূত চরিত্রের নাম
চাওয়া পাওয়ার মাঝে রয়ে যায় বিস্তর ফারাক,
দক্ষিণ হাওয়ায় মিলিয়ে যেতে চায় ফেরারী সময়
পাহাড়ের মেঘ ছুঁয়ে যাওয়া গল্পের মতো
চঞ্চল হয় উদাসী বাউল মন।।

Exit mobile version