জন্ম জন্মান্তরে থাকছি
বাতাস, রোদ ও জলস্রোতে,
ফিরি কোথায়! আদি-অন্ত
প্রহেলিকা, কাগজকুসুম;
নান্দনিক সব মুখোশগুলো
ঢেকে রাখছে প্রিয় মুখ।
সন্ধ্যার আলো বাতিল করে
বিলগ্না হাত, শীতল বক্ষ,
সুধা ভরা ঠোঁট স্পন্দনহীন
হয়তো কোনো এক নিঠুর হাত
অমৃত দিতে ঢেলেছে বিষ !
ভেঙেচুরে যাওয়া ছন্দে
ধরা পড়ে কাঁদছে ধরণী,
বেঘোরে যায় প্রাণের নিঃশ্বাস
প্রজাপতির মৃত দেহে
কেহ মাখায় উজ্জ্বল আবির।
অভিসার নেই পথের গায়ে
কপোট অভিমান ব্যথাহীন;
তাই ছেড়েছি মায়াপুরী,
পথহারা পথবাসী মেঘ
সাড়া দাও, বৃষ্টি নামুক
সৃষ্টির প্লাবন, ভালো লাগে।