Site icon Shaili Tv

বায়ান্ন কুঠুরি / সুলতানা নিলুফা

অদ্ভুতুড়ে বাতাস সবকটা জানালায় খোলনলচের দাগ
চোয়ালে বসিয়ে দিলো সাঁইত্রিশ বারান্দার কড়া আচড়

মানুষ পোড়া রাত্রির ছাঁইচাপা জানালায় আগুনমুখোর উচাটন
চাঁপা ফুলের ঘ্রাণে ব্যাকুলিত কাঁটাহরি গুল্মলতারা

দুঃখ জাগানিয়া বাগানে সাপিনীদের অহরহ গমন
রাত্রির ঘন অন্ধকার যেন মোহনীয় রূপসী নারী কেউ

এমনত সময় আকাশের পাংশুটে বর্ণ ধারণ
রজনী পিয়াসায় তীক্ষ্ণ খচিত লাল

গ্রামময় রেখায় পীতাম্বরী আমুদের ঢেউ
বেঁচে থাকা যেভাবে বেঁচে থাকা যায়
অথবা যাকে বেঁচে থাকা বলে দয়াল জীবনে।

Exit mobile version