বাল্যকালে ঈদের খুশি,
বুকের ভেতর আজো পুষি।
ছিল অনেক মজা বেশি
থাকতো না ঠিক রেষারেষি।
ঈদের কাপড় নিয়ে কতো
করেছি ঠিক লুকোচুরি!
এর বাড়িতে ওর বাড়িতে
কেবল ছিল ঘোরাঘুরি।
নতুন জামা, নতুন জুতো,
করেছি বেশ কাড়াকাড়ি।
ঈদের সেলামি নিতে কতো
গেছি অনেক বাড়ি -বাড়ি।
বাল্যকালের ঈদের দিন
যতো স্মৃতি, থাক অমলিন।