Site icon Shaili Tv

বাস্তুভিটাহীন স্বপ্ন / মাহবুবা চৌধুরী

বিকল হৃদয় নিয়ে নিষ্পলক চেয়ে চেয়ে দেখি
ক্ষ্যাপা মহাসড়কের বুক চিঁড়ে দুরন্ত বাহন ছুটে যায়
ভূতগ্রস্ত রাতের আঁধার কেটে আপন আপন ঠিকানায়।

এক আকাশের নিচে কতো যে ঠিকানা
কতো রঙ রূপের মানুষ
স্থান বদলের সাথে সাথে বদলে যায় রূপকন্ঠ ।
একদিকে বহুতল ভবনের সুরক্ষিত ধনিক মানুষ
অন্যদিকে বৃত্তচ্যুত হতভাগ্য বস্তিবাসী অঘোরের ঘুমে।

প্রতিটা দিনের কঠিন হৃদয় ছিঁড়ে
একটা জীবন ফাঁসির দড়িতে ঝুলছে পোড়া হাহাকারে।

তবু নিশির তারারা, বৃষ্টি ভেজা পথ
সকলেই চোখ বুঁজে আছে,
আমি শুধু চেয়ে চেয়ে দেখি
ক্রমশ বিস্তৃত হচ্ছে রাত
অমর যৌবনবতী রূপে
বাস্তুভিটাহীন কিছু স্বপ্ন
আমাকে নিঃশব্দে পাথর শয্যায় রেখে
চলে যাচ্ছে দূরে।

Exit mobile version