Site icon Shaili Tv

বিধাতার কাছে আবেদন / মিতা দাশ

যদি কখনো শুনতে পাও
আমি আর নেই তোমাদের মাঝে
তখনও তোমরা ভেবো নাকো যেন,
চলে গেছি একেবারে সব ছেড়ে।

আমায় পাবে গল্পের ভীড়ে
অথবা কোন আড্ডায়,
খুব করে দেখতে পাবে
যে কোন স্থানের বই মেলায়।

আমায় ছাড়া হবে না দেখো
উৎসব, জন্মদিন বা অনুষ্ঠান ঘরের,
আমার সুর বাজবে কানে
অনেকের গাওয়া গানের সুরে।

আরো যারা খুব কাছের আমার
তোমরা কিন্তু পারবে না ভুলতে,
কথায় কথায় আমি যে তোমাদের
আনন্দ দিতাম হাসি ও কথার ছলে।

সকল কিছু ছাপিয়ে তবু
যদি ভুলে যাও আমাকে
একটা শুধু অনুরোধ রইলো,
দেখো কখনো বইয়ের মাঝে।

এত মানুষের মৃত্যু এখন
সইতে পারি না আর
যত প্রিয়জন হারালাম সবাই
দোয়া পড়ি তাদের জন্য বারবার।

আকুল আবেদন করি আজ বসে
বিধাতা আর দিওনা মরণ,
সবাই আমরা সুস্থ সবল ভাবে
বেঁচে শুধু থাকতে চাই এই আবেদন।

Exit mobile version