বৃষ্টি করে
ঝাপসা চোখের দৃষ্টি
স্বচ্ছ দেখি
তোমার মনের কৃষ্টি।
কদম কেয়া
ছড়িয়ে দিলে হাস্য
আমি বুঝি
তোমার মনের ভাষ্য।
মেঘের খামে
আসলো তোমার পত্র
মনের মরু
পেলো জলসত্র।
বৃষ্টি পদ্য
তোমার আমার জন্য
আজ দুজনার
হিসাব হবে অন্য।
বৃষ্টি করে
ঝাপসা চোখের দৃষ্টি
স্বচ্ছ দেখি
তোমার মনের কৃষ্টি।
কদম কেয়া
ছড়িয়ে দিলে হাস্য
আমি বুঝি
তোমার মনের ভাষ্য।
মেঘের খামে
আসলো তোমার পত্র
মনের মরু
পেলো জলসত্র।
বৃষ্টি পদ্য
তোমার আমার জন্য
আজ দুজনার
হিসাব হবে অন্য।