তোমার জন্য, শুধু তোমার জন্য
বন্ধ করেছি আমি
হৃদয়ের ছোট বড় সব ক’টা জানালা।
বায়ুনিরোধক হৃদয় বয়ামে পুরেছি তোমায়,
শূন্য করেছি হৃদয় বাক্সে জমা সকল চিঠি,
শুধুই তোমার ভালোবাসায়।
বুঝবে না জানি, বুঝবে না তুমি
থাকবো না যেদিন, খুঁজবো না তোমায়
হাহাকার করা শূন্য হৃদয়ে
খুঁজবে তুমি, সেদিন খুঁজবে আমায়।
খুঁজবে তুমি তোমার বনলতাকে
নাটোরের পথপ্রান্তে, পাবে না তুমি,
জেনে রেখো তোমার বনলতা আছে
শুধুই তোমার অপেক্ষায়,
বসে আছে সে কোথাও না কোথাও
শুধু তোমার ফেরার প্রতীক্ষায়।
ফিরে আসো যদি পূর্ণ হবে
তার শূন্য হৃদয়; এটুকু আশায়
বেঁচে আছে সে, বেঁচে আছে বেশ
বেঁচে থাকা না থাকার মাঝখানটায়।