Site icon Shaili Tv

বৈশাখের আগমন / মারজিয়া খানম সিদ্দিকা

আহারে বৈশাখ! তুমি এসে গেছো!
তবে কোথায় মধ্যরাতে তোমার ঝড়ের বার্তা!
কোথায় তোমার কাঁচা আম কুড়ানোর
প্রবল বাতাসের বেগ!কেন আজ তুমি ম্রিয়মাণ!

সূর্যের খরতাপে পৃথিবীর একাংশ পুড়ছে,
তোমার দাপুটে বাতাসের তীব্রতার সাথে
বৃষ্টির বন্যতায় নিমেষে নিঃশেষ করে দাও।
জানি তুমি এসেছো রমজানের রোজার মাসে,
তাতে কি! আমরা আহ্লাদিত নই তোমাকে নিয়ে?
এই দেখ না,আজ চৈত্রের শেষ প্রহরে বসে
তোমাকে সাদর আহ্বানে আমন্ত্রণ জানাই।

এসো বঙ্গদেশে ১৪৩০ সাল,
এসো ঝড়ের এক ঝটকায় ভাসিয়ে দাও হাল,
এসো আম কাঁঠালের সুঘ্রাণে মৌ মৌ হালচাল,
এসো যুগ যুগ ধরে আমরা শ্বাশত বাঙ্গাল।।

Exit mobile version