বোধের জগৎ কেমন আছেন আপনি জানেন যদি,
আমায় যখন জানতে চাইলে তোমার তখন মনে,
বিবেকের কাছে জানতে চায়না অভিমানি মন যেন,
বোধের জগৎ বানিয়ে উড়াল দিতে পারে শুরু থেকে,
জনম জনম বিবেক তাড়না থাকতে যখন পারে,
আশায় থাকার চেষ্টা আমার বোধের জগৎ বুকে।
এপথ ওপথ এলোমেলো হয়ে ভঙ্গুর করে দেয়,
ভাসিয়ে নিতাম আগলে রাখতে পাড়ের কিনারা ধরে,
কখন আবার দু’মুখো সাপের ছোবল কাটিয়ে গেল,
আমার জানা’র সত্যতায় ঘুন ধরেছে যখন বলা,
শিরদাঁড়া খাড়া করার সময় সময়ের হাত ধরা,
জানায় ঠিকানা ইমেইল করে অনাকাঙ্ক্ষিত কথা।