Site icon Shaili Tv

ভালোবাসার রাঙা আবীর / জায়তুন্নেছা জেবু

কোন একদিন পড়ন্ত বিকেলে তুমি আর আমি সমুদ্রের তীরে গিয়েছিলাম।
দুজন দুজনার হয়ে দুটিহাত ধরে সমুদ্রের গর্জন, আর গোধূলির আবিরে রাঙা
আস্তায়মান লাল সূর্য যখন পশ্চিমাকাশে হারিয়ে যাওয়ার
দৃশ্য দেখছি – ঠিক সেই মুহূর্তে
তুমি আমাকে তোমার বুকে টেনে নিলে।
ডুবে যাওয়া সূর্য পৃথিবীকে অন্ধকার করে দিল।
মনে হলো সূর্য তোমার আর আমার জন্য ডুবে গেল।
বুক থেকে মাথা সরিয়ে তোমার দিকে তাকিয়ে বললাম – প্রিয়তম
তুমি আমার কাছ থেকে কখনো
সূর্যের মতো হারিয়ে যাবে নাতো
তুমি আমার এলোমেলো চুল নেড়ে বললে — বোকা প্রিয়তমা আমার,
সকাল হলে সেই সূর্য আবার তার আপন আলোয় পৃথিবীকে আলোকিত করবে।
আর আমি সূর্যের সেই আলোর মতোই তোমার জীবনকে
ভালোবাসার রাঙা আবীর তোমার মাঝে ছড়িয়ে দেব।
তুমিই হবে আমার ভালোবাসার
প্রথম সকাল। ভালোবাসার রাঙা আবীর। স্বপ্নের সিড়ি বেয়ে পথ চলা।
আমার ভালবাসার সাধনা।
তুমিই আমার জীবনের
প্রাণের স্পন্দন।
ভালোবাসার সুখ দুখ। তুমিই শুরু তুমিই শেষ।

Exit mobile version