Site icon Shaili Tv

ভালোবাসা / মল্লিকা বড়ুয়া

ভালোবাসা মানে তোমার
আমার অলিখিত পদাবলি।
ভালোবাসা মানে সুখস্বপ্ন
দুঃখ জলাঞ্জলি।

ভালোবাসা মানে পাশাপাশি বসা
ভাষাহীন দুই মুখ
ভালোবাসা মানে সারাটা জীবন
কেঁদে ভাসানো বুক।

Exit mobile version